টঙ্গী, গাজীপুর: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ (৫ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বেলা ১২টায় অনুষ্ঠিতব্য এ মোনাজাত পরিচালনা করবেন তাবলীগ জামাতের শুরায়ে নেজামের শীর্ষ মুরব্বি মাওলানা জুবায়ের। ইতোমধ্যেই ইজতেমা ময়দানে ভিড় জমিয়েছেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি।
ফজরের নামাজের পর থেকেই ইজতেমা ময়দানের উদ্দেশ্যে দলে দলে রওনা দেন মুসল্লিরা। যাত্রীসাধারণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে, পাশাপাশি রাজধানী ঢাকার মেট্রোরেল সার্ভিসও বিশেষ প্রস্তুতি নিয়েছে।
ইজতেমার শেষদিনেও ধর্মীয় বয়ান চলছে। মুরব্বিরা মুসল্লিদের ঈমান-আকিদার শিক্ষা দিচ্ছেন এবং কীভাবে দ্বীনের দাওয়াত দিতে হবে, সে বিষয়ে নসিহত করছেন। আখেরি মোনাজাতের পর তাবলীগের সাথীরা তিন থেকে দশ দিনের চিল্লায় বের হবেন, যা তাবলীগ জামাতের দাওয়াতি কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।
শুরায়ে নেজামপন্থি বা মাওলানা জুবায়ের অনুসারীদের এই পর্বে অংশ নিয়েছেন ৩,০০০-এর বেশি বিদেশি মুসল্লি। বিভিন্ন দেশ থেকে আসা এই অতিথিরা ইজতেমার সার্বিক আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ইজতেমার শেষদিনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার ও অন্যান্য বাহিনীও দায়িত্ব পালন করছে। মোনাজাত চলাকালে অতিরিক্ত ভিড় এড়াতে সড়কে বসে পড়তে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
প্রথমবারের মতো তিন পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি সাদপন্থিদের আয়োজনের মাধ্যমে ইজতেমার তৃতীয় ও শেষ পর্ব অনুষ্ঠিত হবে।