ঢাকা, ৩ ফেব্রুয়ারি: প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বনানীতে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
তার ছেলে নাদিম চৌধুরী জানান, পরিবারের কিছু সদস্য বিদেশে থাকায় জানাজা ও দাফনের সিদ্ধান্ত ৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
১৯৩৭ সালের ২৯ জুন সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ইনাম আহমেদ চৌধুরী। ১৯৬০ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। স্বাধীন বাংলাদেশের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং সচিব পদে অধিষ্ঠিত ছিলেন।
পেশাগত জীবনে তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। অবসর গ্রহণের পর ১৯৯৯ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরবর্তীতে দলের ভাইস চেয়ারম্যান হন।
দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুক্ত থাকার পর ২০১৮ সালের ডিসেম্বরে ইনাম আহমেদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে তাকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।
এমবিএ ও প্রশাসনিক বিষয়ে গভীর জ্ঞানসম্পন্ন ইনাম আহমেদ চৌধুরী লেখালেখিতেও ছিলেন সক্রিয়। তিনি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও জিয়াউর রহমানকে নিয়ে একাধিক বই লিখেছেন, যা গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়।