সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেন সংস্কৃতি উপদেষ্টা
বইমেলা প্রাঙ্গণে ডাস্টবিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকার ঘটনায় দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে মুখ খুলেছেন সংস্কৃতি উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই বিতর্ক নিয়ে তার মতামত প্রকাশ করেন।
রবিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফারুকী লেখেন, “ছয় মাস হলো আমরা একটা খুনি-সাইকোপ্যাথের হাত থেকে মুক্তি পেয়েছি। জাস্ট ছয় মাস!” তিনি আরও বলেন, “যে খুনি শত শত মানুষকে গুম করিয়েছে, হাজার হাজার বিরোধী মতের মানুষকে হত্যা করেছে, জুলাইতে একটা নারকীয় গণহত্যা চালিয়েছে, ইলিয়াস আলিকে গুমের পর হত্যা করে তার মেয়েকে জড়িয়ে ধরে নাটক করেছে, হেলিকপ্টার থেকে গুলি করিয়ে মানুষ মেরেছে—তার সাথে শিষ্টাচার?”
তিনি প্রশ্ন রেখে আরও লেখেন, “হিটলারের সাথে শিষ্টাচার? আর ইউ সিরিয়াস? সালাম দিয়ে বলতে হবে, ‘প্রিয় খুনি, আপনি আমার প্রণাম গ্রহণ করুন?’”
বইমেলার একটি স্থানে বসানো ডাস্টবিনে শেখ হাসিনার ছবি দেখা যাওয়ার পর থেকেই এই বিতর্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। বিষয়টি নিয়ে সরকার ও প্রশাসনের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে।
বইমেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তারা আরও বলেন, বইমেলা একটি সাংস্কৃতিক আয়োজন, এখানে এ ধরনের বিতর্কিত বিষয় গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশ্লেষকরা মত প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, এটি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত ভুল, তা খতিয়ে দেখা দরকার। কেউ কেউ এটিকে ষড়যন্ত্র হিসেবেও দেখছেন।
বইমেলা একটি জাতীয় সাংস্কৃতিক আয়োজন, যেখানে এ ধরনের বিতর্কিত বিষয় সামনে আসায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন। মোস্তফা সরয়ার ফারুকীর বক্তব্য এই বিতর্ককে আরও নতুন মাত্রা দিয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন কী ধরনের পদক্ষেপ নেয় এবং এই ঘটনার আসল কারণ কী বের হয়ে আসে।