শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে উত্তাল শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলা ও একপাক্ষিক আচরণের প্রতিবাদে ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। সোমবার (২৭ জানুয়ারি) রাত ৩টা ৩০ মিনিটে নীলক্ষেতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পার্সন আব্দুর রহমান জানিয়েছেন, কর্মসূচিটি মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হবে।
আব্দুর রহমান অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছি। আমাদের দাবি ছিল চলতি শিক্ষাবর্ষ থেকেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়া। কিন্তু ঢাবি সেটি করেনি। উল্টো ধারণক্ষমতার চেয়েও বেশি শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।”
শিক্ষার্থীদের দাবির প্রতি সাড়া না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদের অশোভন আচরণের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।
আব্দুর রহমান আরও বলেন, “আমরা নীলক্ষেত গণতন্ত্র ও মুক্তি তোরণের নিচে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশের যৌথ হামলার শিকার হই। এ ঘটনায় আমরা চরম ক্ষুব্ধ।”
হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ৯টা থেকে ঢাকা শহরে অবরোধ কর্মসূচি পালন করবেন। সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস এলাকায় এই কর্মসূচি পরিচালনা করবেন।
আব্দুর রহমান জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
দাবি ও কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি
শিক্ষার্থীদের দাবি:
1. সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে।
2. প্রো-ভিসি ড. মামুন আহমেদের শাস্তি নিশ্চিত করতে হবে।
3. শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু বিচার করতে হবে।