ঢাকা, ২৬ জানুয়ারি: জুলাই-আগস্ট গণহত্যার মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২৬ জানুয়ারি) ট্রাইব্যুনালের বিচারপতি এ আদেশ দেন। মামলায় তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে দুই সাবেক পুলিশ সদস্য এসআই আবদুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অভিযোগে বলা হয়, আন্দোলনকারীদের গুলি করে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়।
এর আগে, একই মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।