চাঁপাইনবাবগঞ্জ: সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষকদের বাইরে অন্য কেউ প্রবেশ করতে পারবে না বলে যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সিদ্ধান্ত বুধবার (২২ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাতে নেওয়া হয়।
সভায় সীমান্ত সংক্রান্ত যেকোনো অপপ্রচার বা গুজব ছড়ানো বন্ধে উভয় দেশের গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একইসঙ্গে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান রোধে স্থানীয় জনগণকে সচেতন করার বিষয়ে দুই বাহিনী একমত হয়।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে উদ্ভূত যেকোনো সমস্যা উভয় বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম। এ সময় আরও উপস্থিত ছিলেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ দুই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন নির্দেশনা অনুযায়ী, সীমান্তবর্তী এলাকার ১৫০ গজের মধ্যে শুধুমাত্র বৈধ কৃষিকাজে নিয়োজিত বাংলাদেশি ও ভারতীয় কৃষকরাই প্রবেশ করতে পারবেন। এ উদ্যোগ উভয় দেশের সীমান্ত সুরক্ষাকে আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।