জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ওষুধ শিল্পের ওপর নতুন করে আরোপিত ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। বুধবার (২২ জানুয়ারি) এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, জনগণের চিকিৎসা সেবা সহজলভ্য করতে ওষুধ শিল্পে ব্যবসায়িক পর্যায়ে বাড়ানো ভ্যাটের হার ৩ শতাংশ থেকে কমিয়ে পূর্বের ২ দশমিক ৪ শতাংশে ফিরিয়ে আনা হয়েছে।
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, “ওষুধ শিল্পের ধারাবাহিক বিকাশ নিশ্চিত করতে এবং সাধারণ ভোক্তাদের ওষুধের খরচ কমানোর লক্ষ্যে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ওষুধের দাম স্থিতিশীল থাকবে।”
এর আগে, চলতি মাসের ৯ জানুয়ারি ওষুধ শিল্পে ভ্যাট বাড়ানোর ঘোষণা দিলে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওষুধ শিল্প সমিতি তীব্র আপত্তি জানায়। তারা বিষয়টি প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম কর প্রত্যাহারের সুপারিশ করেন।
একই বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, মুঠোফোন এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর নতুন করে আরোপিত সম্পূরক শুল্কও পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। ফলে ভোক্তাদের ইন্টারনেট ও মোবাইল ফোন সেবার খরচ বাড়বে না।
এনবিআরের এই পদক্ষেপে ভোক্তাদের আর্থিক সাশ্রয় হবে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট আটটি খাতে নতুন আরোপিত কর হ্রাস করা হয়েছে। এই পদক্ষেপগুলো সরকারের টেকসই অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে।