ঢাকা: তিস্তা প্রকল্পের ভবিষ্যৎ ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপচারিতায় তিনি জানিয়েছেন, তিস্তা প্রকল্পের গাইডলাইন রিনিউ করার কাজ শিগগিরই সম্পন্ন হবে। এর পাশাপাশি প্রকল্পটির সামগ্রিক দিক নিয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেছেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তিস্তা প্রকল্পের গাইডিং রিনিউয়ের মেয়াদ শেষ হয়েছে। এটি আমরা পুনরায় নবায়ন করব, যা এই সফরের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করছি।” তিনি আরও জানান, প্রকল্পটির উন্নয়ন ও নেগোসিয়েশন পরবর্তী বিষয়। তবে বাংলাদেশের স্বার্থ সর্বাগ্রে বিবেচনায় রেখেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।
আলোচনায় উঠে আসে বর্তমান সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন। এর উত্তরে মো. তৌহিদ হোসেন বলেন, “বৈদেশিক সম্পর্ক কোনো নির্দিষ্ট সরকারের জন্য সীমাবদ্ধ নয়। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘমেয়াদি। বর্তমান সরকার যেসব সিদ্ধান্ত নেবে, তা পরবর্তী সরকারগুলোও অনুসরণ করবে।”
তিনি আরও বলেন, “আমাদের বৈদেশিক নীতি এমনভাবে সাজাতে হবে যেন তা সরকারের পরিবর্তনের পরেও দেশের স্বার্থ রক্ষায় কাজ করে।”
চীন তিস্তা প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করে ইতোমধ্যেই সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। তবে প্রকল্পটি ভারতের রাজনৈতিক ও কৌশলগত প্রভাবের মধ্যে পড়ে কিছুটা স্থবির হয়ে যায়। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “চীনের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রাথমিক কিছু অগ্রগতি ইতিবাচক। তবে প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নির্ভর করবে দুই দেশের যৌথ আগ্রহ ও আলোচনার ফলাফলের ওপর।”
তিস্তা প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই প্রকল্পটি বাংলাদেশের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাস্তবায়নের ক্ষেত্রে ধারাবাহিক আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান বের হবে বলে আমি আশাবাদী।”