বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অনবদ্য সৌন্দর্য, ফ্যাশন সেন্স ও ব্যক্তিত্ব দিয়ে ভক্তদের মুগ্ধ করে চলেছেন প্রতিনিয়ত। শীতের সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাট রেড টপসে তোলা কয়েকটি ছবি পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন এই বিউটি কুইন।
ছবিগুলোতে জয়ার পরনে ছিল ম্যাট রেড টপস, যা তার মোহনীয় রূপকে আরও ফুটিয়ে তুলেছে। এই লুকে কোনো ভারী গহনা কিংবা অতিরিক্ত মেকআপ ব্যবহার না করেও নিজেকে অনন্যভাবে উপস্থাপন করেছেন তিনি। জয়ার এমন সিম্পল অথচ ক্লাসি ফ্যাশন সেন্স ভক্তদের মুগ্ধ করে চলেছে বহুদিন ধরেই।
জয়ার বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই হলেও তার রূপ ও ফ্যাশনের আবেদন যেন দিন দিন বাড়ছেই। ফ্যাশন ও লুকের ক্ষেত্রে তার দৃষ্টান্ত সৃষ্টিকারী বিভিন্ন স্টাইল ভক্তদের মনে দাগ কেটে যায়।

জয়ার এই ছবির নিচে ইতোমধ্যেই অসংখ্য মন্তব্য জমা পড়েছে। একজন নেটিজেন লিখেছেন, ‘বয়স ধরে রাখার রহস্যটা শেয়ার করবেন প্লিজ?’ আরেকজন লিখেছেন, ‘অসাধারণ লাগছে। শুভকামনা সবসময়।’ অন্য এক ভক্ত মন্তব্য করেছেন, ‘নিঃসন্দেহে জয়া আপু বাংলাদেশের সেরা নায়িকা।’
ব্যক্তিগত জীবনে পোশাক নির্বাচনে বরাবরই শৌখিন জয়া আহসান। কখনো শাড়িতে, কখনো ওয়েস্টার্ন পোশাকে নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করেন তিনি। মাস কয়েক আগে ভারতের একটি ফিল্মফেয়ার অনুষ্ঠানে জামদানির শাড়ি পরে নতুনত্ব এনেছিলেন, যা ভক্তদের মন জয় করে নেয়।
জয়ার এমন অনন্য রূপ ও ফ্যাশন স্টাইল সত্যিই অনুপ্রেরণাদায়ক। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তার সৌন্দর্য ও ফ্যাশন সেন্স ধরে রাখার দক্ষতা তাকে আলাদা করে তুলে ধরে।