বরিশাল, নিজস্ব প্রতিনিধি
চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার গুদামে চাল সংরক্ষণের পাশাপাশি খাদ্য বিভাগের মাধ্যমে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি কার্যক্রম চালু রেখেছে। প্রয়োজনে এই পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে আমন সংগ্রহ অভিযানবিষয়ক এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলী ইমাম মজুমদার বলেন, চাপ কমলে বাজারও স্থিতিশীল হয়ে আসবে এবং এতে সাধারণ মানুষের সুবিধা হবে। তিনি আরও জানান, খাদ্য নিরাপত্তাকে মানবাধিকারের গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে সরকার কাজ করছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন বাড়ানো, কৃষকদের প্রণোদনা দেওয়া, আমদানিতে শুল্ক মওকুফ এবং ওএমএস কার্যক্রম চালুর মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
সভায় বরিশাল বিভাগের চলতি আমন মৌসুমের লক্ষ্যমাত্রা অর্জন ও এর সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। খাদ্য উপদেষ্টা জানান, বরিশাল অঞ্চলে আমনের আবাদ দেরিতে হওয়ায় নির্ধারিত সময়সীমার মধ্যেই আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এ বিষয়ে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, ফসলি মৌসুমের কারণে মফস্বলে কিছুদিন ওএমএস কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। তবে বর্তমানে তা পুনরায় চালু করা হয়েছে। এখন প্রতিটি উপজেলায় প্রতিদিন দুই মেট্রিক টন চাল ওএমএস কার্যক্রমে সরবরাহ করা হচ্ছে। প্রয়োজন হলে এর পরিমাণ আরও বাড়ানো হবে।
সভায় বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন খাদ্য উপদেষ্টা।