একাদশ বিপিএলের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ ছিল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের মুখোমুখি লড়াই। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালকে হারিয়ে রংপুর রাইডার্স নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেয়। তবে ম্যাচের চেয়েও বেশি আলোচনায় এসেছে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ও রংপুরের তারকা ব্যাটার অ্যালেক্স হেলসের মধ্যে ঘটে যাওয়া তর্ক।
ম্যাচ শেষে রংপুরের ক্রিকেটারের সঙ্গে তামিমের উত্তপ্ত তর্ক শুরু হয়। প্রথমদিকে জানা যায়নি তামিম কার সঙ্গে বিবাদে জড়িয়েছেন। তবে পরবর্তীতে ইংল্যান্ডের ব্যাটার অ্যালেক্স হেলসের বক্তব্যে বিষয়টি পরিষ্কার হয়। হেলস দাবি করেন, তামিম তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা তার জন্য ছিল অত্যন্ত ‘লজ্জাজনক’।
একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে অ্যালেক্স হেলস বলেন,
‘আমার মনে হয় ম্যাচ হেরে তামিম হতাশ ছিলেন। তিনি এসে আমাকে বলেন, আমি কিছু বললে যেন সামনাসামনি বলি। অথচ আমি কিছুই বলিনি। এরপর তিনি আমার অতীত নিয়ে কথা তোলেন। ২০২১ সালে বিয়ার পানের জন্য ২১ দিনের নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেন। এটি অত্যন্ত লজ্জার।’
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বরিশালের ব্যাটিং কোচ ও তামিমের ভাই নাফিস ইকবাল বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন,
‘নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছিল, যার কারণে তামিম রিয়েক্ট করেছে। তবে এটি গুরুতর কিছু নয়। ম্যাচ হারলে এমন ইমোশনাল প্রতিক্রিয়া স্বাভাবিক।’
এই ঘটনার মাধ্যমে বিপিএলের উত্তাপ আরও বেড়ে গেছে। রংপুর রাইডার্সের হয়ে বরিশালের বিপক্ষে এটিই ছিল অ্যালেক্স হেলসের শেষ ম্যাচ। দুর্দান্ত ফর্মে থেকেও হেলস টুর্নামেন্ট থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন।