২০২৪-২৫ মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা বছরের শেষদিকে লা লিগায় ছন্দ হারায়। শেষ তিন ম্যাচে জয়হীন কাতালানরা হারে দুটিতে। তবে নতুন বছরে কোপা দেল রে–তে তারা বড় জয়ের মাধ্যমে দারুণ প্রত্যাবর্তন করেছে।
শনিবার (৪ জানুয়ারি) রাতে কোপা দেল রে–র ৩২তম রাউন্ডে বার্সেলোনা ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে বার্বাস্ত্রোকে। ম্যাচে বার্সার হয়ে রবার্ট লেভান্ডফস্কি জোড়া গোল করেন। এছাড়া এরিক গার্সিয়া ও পাবলো তোরে একটি করে গোল করেন। তোরে দুটি অ্যাসিস্টও করেন।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। ২১তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে রোনাল্ড আরাউহোর হেডে বল পেনাল্টি স্পটে পাঠানো হয়, যা থেকে হেড করে গোল করেন এরিক গার্সিয়া। ৩১তম মিনিটে পাবলো তোরের ফ্রি-কিকে হেড করে নিজের প্রথম গোলটি করেন লেভান্ডফস্কি।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সা। ৪৭তম মিনিটে তোরের নিখুঁত পাসে গোল করে ব্যবধান ৩-০ করেন পোলিশ ফরোয়ার্ড লেভান্ডফস্কি। ৫৬ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে পাওয়া বলে পাবলো তোরে নিজেই গোল করেন। এর পর আর কোনো গোল না হলে ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
ম্যাচটিতে বার্সার জার্সিতে অভিষেক হয় আন্দ্রে টের স্টেগানের ইনজুরিতে অবসর ভেঙে ক্লাবটিতে যোগ দেওয়া ভয়চেক সেজনির। পাশাপাশি দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার (১৬ বছর ১৭৩ দিন) হিসেবে টনি ফার্নান্দেজও বার্সার হয়ে মাঠে নামেন।
এই জয়ের মাধ্যমে কোপা দেল রে–র শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা। আগামী বৃহস্পতিবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার জন্য অ্যাতলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে হ্যান্সি ফ্লিকের দল।