ঢাকা, ২৮ ডিসেম্বর: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান তিনটি কাজ হলো গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার এবং নির্বাচন। তিনি জানিয়েছেন, আইন উপদেষ্টা হিসেবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো গণহত্যার ন্যায়বিচার নিশ্চিত করা।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘গুম-খুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক ও তদন্ত কর্মকর্তার অভাব ছিল। তবে এক সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম গঠন করা হয়েছে। তবে বিচার তড়িঘড়ি করে করলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে। আমরা বিচার প্রক্রিয়ায় কোনও গাফিলতি করব না।”
আসামিদের হাতকড়া না পরানো ও শুনানির সময়সীমা নিয়ে সমালোচনার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “মানবতাবিরোধী অপরাধের পূর্ববর্তী বিচার প্রক্রিয়ায় আসামিদের হাতকড়া পরানো হয়নি এবং শুনানির জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। এখনো আসামিদের হাতকড়া পরানো হচ্ছে না, তবে সময়সীমা এক মাস নির্ধারণ করা হয়েছে। এটি প্রক্রিয়ার অংশ।”
তিনি আরও বলেন, “আমরা নিশ্চিত করতে চাই, বিচার প্রক্রিয়ায় কোনও দেরি হচ্ছে না। এটি সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হচ্ছে।”
আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সঠিক বিচার প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম।
গণহত্যার বিচার একটি ঐতিহাসিক চ্যালেঞ্জ:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হলেও এটি অত্যন্ত দায়িত্বপূর্ণ একটি কাজ বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। তিনি নিশ্চিত করেন, কোনোরূপ ত্রুটি ছাড়া বিচার সম্পন্ন করা হবে।