ঢাকা: সীমান্তে হত্যা, ভারতীয় আগ্রাসন বন্ধ এবং ভারতের সাথে হওয়া সব ধরনের চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি।
আজ বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর রাজারবাগ থেকে মিছিলটি শুরু হয়। কাকরাইল ও সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে এটি শেষ হয়। মিছিলে অংশ নেন বিপুলসংখ্যক সাবেক পুলিশ কর্মকর্তা।
মিছিলে সাবেক পুলিশ কর্মকর্তারা বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ভারতীয় আগ্রাসন এবং তাদের নানা রকম উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের সময় এখনই।
তারা আরও বলেন, গেলো ১৫ বছরে শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সাথে যেসব চুক্তি হয়েছে, সেগুলো দেশের স্বার্থবিরোধী। এসব চুক্তি বাতিল করতে হবে। পাশাপাশি দেশের অভ্যন্তরে ভারতের প্রোপাগাণ্ডা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানান তারা।
ড. মুহাম্মদ ইউনূস সরকারের নেতৃত্বে ভারতের যেকোনো বিদ্বেষমূলক কর্মকাণ্ডের জবাব দিতে প্রস্তুত থাকার ঘোষণা দেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। তারা জানান, ভারতের উসকানিমূলক কার্যক্রম এবং প্রোপাগাণ্ডার বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন।
মিছিল থেকে দেওয়া বক্তৃতায় বলা হয়, ভারত বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছে। এর উপযুক্ত জবাব দিতে বাংলাদেশ সরকারকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।
এ ধরনের প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতারা।