বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, অত্যাচার, এবং গুলির ঘটনায় বাংলাদেশের বিভিন্ন সংগীত ও শোবিজ তারকারা নিজেদের প্রতিবাদ জানিয়েছেন। এর মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন, যিনি রাজপথে নেমে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
গত ১ আগস্ট সকালে ঢাকার ফার্মগেটে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান বাঁধন। তিনি কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ড, সহিংসতা, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি করেন। তার এই বক্তব্য সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
তবে, ভারতীয় কিছু গণমাধ্যম এই ঘটনার ভিডিও ক্লিপ থেকে বাঁধনের বক্তব্যকে বিকৃত করে মিথ্যাচার এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বাঁধন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভারতীয় গণমাধ্যম ও উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো তার বক্তব্যের ভিডিও থেকে স্থিরচিত্র সংগ্রহ করে তা সাম্প্রদায়িক ইস্যু হিসেবে প্রচার করছে। তাদের দাবি, বাঁধন নাকি হিন্দু এবং কান্না করতে করতে বাংলাদেশ ছাড়ার কথা বলছেন, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে বাঁধন লেখেন, “আমার বাংলাদেশ সম্পর্কে ভারতীয় গণমাধ্যম ও উগ্র ডানপন্থী গোষ্ঠীরা যে নির্লজ্জ, মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে কথা বলতে বাধ্য হলাম। একজন গর্বিত বাংলাদেশি হিসেবে আমি আমার দেশের সাম্প্রতিক ইস্যুতে প্রতিবাদ করেছি, যার ভিডিও আমি নিজেই শেয়ার করেছি।”
বাঁধনের এই কড়া জবাব তার ভক্ত ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, এবং সামাজিক মাধ্যমে তাকে সমর্থন জানিয়ে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।
4o