২০১৯ সালে ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান একটি কলাকে শিল্পকর্ম হিসেবে নিলামে উপস্থাপন করেন, যা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অবিশ্বাস্যভাবে সেই কলাটি ৬.২ মিলিয়ন ডলারে (প্রায় ৭৫ কোটি টাকা) বিক্রি হয়। তবে নিলামের পর আরও চমকপ্রদ ঘটনা ঘটে—কলাটি খেয়ে ফেলেন ক্রেতা, চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান। খবর বিবিসির।
২০১৯ সালের ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সদেবিজে নিলামে কলাটি উপস্থাপন করা হয়। নিলামের শুরুতে দাম ছিল ৮ লাখ ডলার, যা দ্রুতই বেড়ে ৫.২ মিলিয়ন ডলারে পৌঁছে যায়। চূড়ান্ত মূল্য নির্ধারণ হয় ৬.২ মিলিয়ন ডলার, যার মধ্যে ১ মিলিয়ন ছিল নিলামঘরের ফি।
নিলামের সময় সঞ্চালক অলিভার বার্কার মজা করে বলেন, ‘এটি যেন ছুটে না যায়! একটি কলার জন্য এমন দাম—কল্পনাও করিনি।’
জাস্টিন সান এই শিল্পকর্ম কেনার পর জানিয়েছিলেন, এটি একটি সাংস্কৃতিক ঘটনার প্রতীক যা শিল্প, মিম এবং ক্রিপ্টোকারেন্সি জগতের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। তবে তিনি ঘোষণা দেন, কলাটি একদিন খেয়ে ফেলবেন।
পরে হংকংয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে তিনি প্রতিজ্ঞা অনুযায়ী কলাটি খেয়ে ফেলেন। তিনি মজা করে বলেন, ‘এই কলা অন্যসব কলার চেয়ে বেশি সুস্বাদু। এটি খাওয়ার ঘটনাও শিল্পকর্মটির ইতিহাসের অংশ হয়ে উঠবে।’
শিল্পকর্মে বিনিয়োগে ব্যাপক খরচ করেন জাস্টিন সান। তার সংগ্রহে রয়েছে আলবার্তো জিয়াকোমেত্তির ১৯৪৭ সালের একটি ভাস্কর্য, যা তিনি ২০২১ সালে ৭৮.৪ মিলিয়ন ডলারে কিনেছিলেন।
একটি সাধারণ কলা থেকে এমন বিপুল আর্থিক লেনদেন এবং সেটি খাওয়ার ঘটনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এটি শিল্প, ব্যবসা ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধনের উদাহরণ।