ভারতের উত্তর প্রদেশে গুগল ম্যাপের নির্দেশনা মেনে পথ চলতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার (২৩ নভেম্বর) বরেলীর রামগঙ্গা নদীর উপর নির্মাণাধীন একটি সেতু থেকে গাড়ি পড়ে প্রাণ হারিয়েছেন তিন যুবক।
বরেলী থেকে বদায়ুঁ জেলার ডাটাগঞ্জে যাচ্ছিলেন ওই তিন যুবক। পথে খালপুর-ডাটাগঞ্জ সড়ক ধরে এগোতে গিয়ে গুগল ম্যাপের নির্দেশনায় নির্মাণাধীন সেতুর কাছে পৌঁছান। সেতুর সামনের অংশ ভেঙে থাকায় সেটি চলাচলের জন্য অনুপযুক্ত ছিল। তবে গুগল ম্যাপ এ তথ্য আপডেট না থাকায় গাড়ির চালক বিষয়টি বুঝতে পারেননি। ভাঙা অংশে ধাক্কা লেগে গাড়িটি সেতু থেকে প্রায় ৫০ ফুট নিচে শুকনো নদীর তলদেশে পড়ে যায়।
রোববার সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গাড়ি ও মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বন্যার সময় সেতুর একটি অংশ ভেঙে নদীতে তলিয়ে গিয়েছিল। শুষ্ক মৌসুমে সেতুটির নির্মাণ কাজ পুনরায় শুরু হলেও সেখানে সতর্কতামূলক কোনো সাইনবোর্ড ছিল না। ফলে চালক সেতুটির ঝুঁকি সম্পর্কে জানতে পারেননি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযোগ করছেন, কর্তৃপক্ষের অবহেলার কারণে সেতুটিতে কোনো সতর্কতামূলক চিহ্ন না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
প্রযুক্তির প্রতি অন্ধ নির্ভরশীলতা এবং কর্তৃপক্ষের অব্যবস্থাপনা—দুটির সমন্বয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকে।