গৌরনদী পৌরসভার দুই কাউন্সিলরসহ ছাত্রলীগ নেতাকর্মীর গ্রেফতার নিয়ে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা
গত ৭ নভেম্বর গভীর রাতে বরিশালের গৌরনদী পৌরসভার ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা গৌরনদী পৌরসভার সাবেক কাউন্সিলর এবং স্থানীয় ছাত্রলীগের শীর্ষ নেতাকর্মী। কুয়াকাটার জি সেভেন নামক আবাসিক হোটেল থেকে মহিপুর থানা পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন গৌরনদী পৌরসভার সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন সুজন, মো. মিলন খলিফা, এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোলান্ড প্রিন্স বেপারীসহ আরও দুই সদস্য।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গত ৫ আগস্ট স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘটিত সংঘর্ষের পর এ মামলাগুলি দায়ের করা হয়। স্থানীয় জনগণের অভিযোগ, গ্রেফতারকৃতরা সন্ত্রাসী কার্যক্রম, হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িত ছিলেন এবং একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পরই মহিপুর থানার পুলিশ এবং গৌরনদী থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
এই গ্রেফতারের পর স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গ্রেফতারকৃতরা গৌরনদী পৌর ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন, এবং তাদের গ্রেফতারের ফলে স্থানীয় ছাত্রলীগের কিছু অংশে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, গ্রেফতারের পর অভিযুক্তদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে এবং সেখান থেকে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।