ঢাকা, ২৬ অক্টোবর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শনিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সেকেন্ড টাইমের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নেন। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে তারা এ বিষয়ে আন্দোলন চালিয়ে আসছেন, তবে প্রশাসন এখনো তাদের এই যৌক্তিক দাবি মেনে নেয়নি।
প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়েই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে, এমনকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সুযোগ বন্ধ রাখা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য বৈষম্যমূলক।” তারা আরও বলেন, স্বাধীন দেশে বৈষম্যের কোনো জায়গা নেই, তাই অবিলম্বে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ পুনর্বহাল করার দাবি জানান তারা।
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক শিক্ষার্থী সাজিদুর রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, “একবারের পরীক্ষায় কীভাবে একজন শিক্ষার্থীর যোগ্যতা মূল্যায়ন করা সম্ভব? অনেক শিক্ষার্থী অসুস্থতার কারণে তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পায় না। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম রয়েছে, কিন্তু ঢাবিতে নেই।”
এর আগে শিক্ষার্থীরা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে তাদের দাবি জানায় এবং পরে রাজু ভাস্কর্যের পাদদেশে চলে আসে। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেন এবং উপাচার্যের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকও করেন।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর শিক্ষার্থীরা উপাচার্য বরাবর সেকেন্ড টাইমের দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সমাধান আসেনি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি শুরু হতে যাচ্ছে, যেখানে সেকেন্ড টাইমের সুযোগ দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা বন্ধ রয়েছে।