ঢাকা, ২৩ অক্টোবর ২০২৪: আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) অনুযায়ী সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় এবং বিশেষত বিগত ১৫ বছরের শাসনামলে ছাত্রলীগ হত্যা, নির্যাতন, সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ, যৌন নিপীড়নসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এসব অপরাধের প্রমাণ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু ক্ষেত্রে আদালতেও অপরাধ প্রমাণিত হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ১৫ জুলাই ২০২৪ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপর উন্মত্ত সশস্ত্র হামলা চালিয়ে শতাধিক নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটিয়েছে এবং অসংখ্য মানুষকে আহত করেছে। এমনকি ৫ আগস্ট ২০২৪ তারিখে সরকার পতনের পরও ছাত্রলীগ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
সরকারের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইন অনুসারে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন নং: এস.আর.ও. নং ৩৬৯-আইন/২০২৪
তারিখ: ০৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ/২৩ অক্টোবর ২০২৪