ঢাকা, ১১ আগস্ট – দেশের অধিকাংশ থানায় পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকেল পর্যন্ত সারা দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টির কার্যক্রম পুনরায় চালু হয়েছে বলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা পর্যন্ত মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি পুনরায় কার্যক্রম চালু করেছে। এদের মধ্যে ৫৩৮টি থানা ইতোমধ্যেই সেবা প্রদান শুরু করেছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, বেশিরভাগ থানায় এক থেকে দুটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে এবং সেবাগ্রহীতার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। যেসব থানায় হামলা, ভাঙচুর, এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি বা কম ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব থানায় কার্যক্রম স্বাভাবিকভাবেই শুরু হয়েছে। তবে যেসব থানায় ব্যাপক হামলা ও ভাঙচুর হয়েছে, সেখানে পুলিশ সদস্যরা এলেও বসার মত পরিস্থিতি এখনো তৈরি হয়নি।
থানাগুলির দ্রুত সংস্কার করে পুনরায় জনগণের সেবার জন্য প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় এসব থানায় সংস্কার কাজ পুরোদমে চলছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার বিকেল থেকে অনেক থানায় হামলা, ভাঙচুর, এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব হামলায় থানা-পুলিশের কাজের জন্য ব্যবহৃত গাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম লুট করা হয়। প্রাণহানির পাশাপাশি বহু পুলিশ সদস্য আহত হন, যাদের অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।