ঢাকা, ৯ আগস্ট ২০২৪: ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বিএনপির ক্ষোভ প্রকাশ পেয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় এক সাক্ষাৎকারে এ নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণ এবং বাংলাদেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।
গয়েশ্বর রায় বলেন, “বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা উচিত। তবে ভারত সরকারকে বিষয়টি অনুধাবন করে সেই চেতনা অনুসারে আচরণ করতে হবে। কিন্তু যদি আপনি আমাদের শত্রুকে মদদ দেন, তাহলে সেই পারস্পরিক সহযোগিতার ভিত্তি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।”
ভারতবিরোধী বলে বিএনপির তকমা পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু যখন একটি দেশের সরকার কেবল একটি দলকে সমর্থন করে এবং পুরো দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন তা প্রশ্নের মুখে পড়ে।” তিনি আরও বলেন, “আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী (হাসিনা সরকারের) গত নির্বাচনের আগে বলেছিলেন যে, শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভারত সাহায্য করবে। তাহলে শেখ হাসিনার দায়বদ্ধতা তো ভারতের কাছে… তাহলে ভারত কি কেবল একটি দলকেই সমর্থন করবে, পুরো দেশকে নয়?”
গয়েশ্বর রায়ের এই বক্তব্য বিএনপির ভারত নিয়ে অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরেছে এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।