সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধের পথে যাচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (৭ অক্টোবর) সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এই ঘোষণা দেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “সেন্টমার্টিন দ্বীপে কোনো হাসপাতাল নেই। তাই আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দ্বীপটিকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটকদের অতিরিক্ত ভিড় এবং প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার এই দ্বীপের জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, গত বছর প্রায় ২ লাখ ২০ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন। ২০১৮ সালেই প্রতিদিন সেন্টমার্টিন দ্বীপে ১,২৫০ থেকে ১,৮০০ জন পর্যটক যেতে পারবে এমন সুপারিশ করা হয়েছিল। ২০২৩ সালের শুরুতে আরও একটি সুপারিশ করা হয়, যেখানে পর্যটকদের রাতে দ্বীপে অবস্থান নিষিদ্ধ করার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু এসব নিয়ম এখনো কার্যকর করা সম্ভব হয়নি।
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সকল পক্ষের সঙ্গে আলোচনা করে এসব সুপারিশ বাস্তবায়নের চেষ্টা করা হবে। এ সময় তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় নতুন করে আর কোনো ইটভাটার অনুমোদন দেয়া হবে না।
সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় এসব পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পরিবেশবিদরা।