ঢাকা: বনানীর জনপ্রিয় রেস্টুরেন্ট স্টার কাবাবে পচা ও গন্ধযুক্ত টিক্কা পরিবেশনের অভিযোগে প্রতিবাদ করায় সাংবাদিক সালেহ মোহাম্মদ রশিদ অলককে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) বনানী থানায় এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক নিজেই।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানিয়েছেন, এ ঘটনায় ইতোমধ্যেই ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, অজ্ঞাত আরও ৪-৫ জনের নামেও মামলা করা হয়েছে। তদন্তের পর যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ওসি।
রোববার দুপুরে সালেহ মোহাম্মদ রশিদ অলক ও তার এক বন্ধু বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানি অর্ডার করেন। খাবারের সাথে আসা টিক্কা থেকে পচা ও গন্ধ পাওয়া গেলে, তারা রেস্টুরেন্টের ম্যানেজারকে বিষয়টি জানান। কিন্তু ম্যানেজার অভিযোগের জবাবে জানান, “জীবনে টিক্কা খাননি আপনি, এটা এমনই হয়।” এই কথার পর অলক প্রতিবাদ করলে আরও কয়েকজন গ্রাহক একই অভিযোগ তোলেন।
তাদের অভিযোগের পর ম্যানেজার কলিংবেল চেপে স্টাফদের জড়ো করেন এবং স্টাফরা অলককে ধাক্কা দিয়ে দোতলা থেকে নিচে নিয়ে গিয়ে সিঁড়ির নিচে ফেলে মারধর শুরু করে। এতে তার ডান হাত ও পা ভেঙে যায় এবং মাথা ফেটে রক্তাক্ত হন। আহত অবস্থায় তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর সালেহ মোহাম্মদ রশিদ অলকের রক্তাক্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তিনি হামলার বিস্তারিত বর্ণনা দিচ্ছেন এবং তার ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছেন।
উল্লেখ্য, স্টার কাবাবের কর্মকর্তা ও কর্মচারীদের এ ন্যাক্কারজনক ঘটনায় ১৪-১৫ জন জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।