ঢাকা, ৫ অক্টোবর, ২০২৪: গণঅধিকার পরিষদ অন্তর্বর্তী সরকার গঠনের জন্য সংসদের মেয়াদ এক বছর কমিয়ে চার বছরে নামিয়ে আনার পরামর্শ দিয়েছে। একইসাথে দলটি দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবও তুলে ধরেছে। শনিবার (৫ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর এ কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
নুরুল হক নুর জানান, দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার পেছনে ইন্ধনদাতাদের চিহ্নিত করতেও পরামর্শ প্রদান করেছেন।
নুরুল হক নুর বলেন, রাষ্ট্রের সার্বিক উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে দলটির পক্ষ থেকে ১২ দফা প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাব হলো, শিক্ষা ও চিকিৎসা কমিশন গঠন এবং দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন। পাশাপাশি গণহত্যায় জড়িতদের গ্রেফতার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনারও দাবি জানানো হয়েছে।
তিনি আরও বলেন, এই প্রস্তাবনার মাধ্যমে দেশের সুশাসন এবং জনকল্যাণমূলক কাঠামো পুনর্গঠনের প্রচেষ্টা জারি থাকবে।
গণঅধিকার পরিষদের অন্যতম প্রস্তাব হলো সংসদীয় মেয়াদ পাঁচ বছর থেকে এক বছর কমিয়ে চার বছরে নিয়ে আসা এবং দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু করা। দলের মতে, এই পরিবর্তন গণতন্ত্রকে আরও কার্যকর এবং সুশাসন প্রতিষ্ঠার পথকে সহজ করবে।
গণঅধিকার পরিষদের মতে, প্রস্তাবিত সংস্কারগুলি বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, এবং প্রশাসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। দেশ থেকে দুর্নীতি দূর করা এবং জনসাধারণের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এসব পদক্ষেপ অপরিহার্য বলে মনে করছেন তারা।