লেবানন, ২ অক্টোবর ২০২৪ – লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ নির্ধারিত সীমানা ব্লু লাইন থেকে অন্তত ৪০০ মিটার ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেখানে হিজবুল্লাহর সশস্ত্র প্রতিরোধের মুখোমুখি হয়েছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন অভিযানে তাদের প্রথম একজন সেনা নিহত হয়েছেন। ২২ বছর বয়সী ক্যাপ্টেন ইতান ইতঝাক ওস্তার, যিনি ইগোজ ইউনিটের টিম কমান্ডার ছিলেন, লড়াইয়ের সময় মারা গেছেন। ইগোজ ইউনিটটি মূলত গেরিলা যুদ্ধের জন্য প্রশিক্ষিত কমান্ডোদের নিয়ে গঠিত।
হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ জানিয়েছেন, লেবাননের দক্ষিণে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ তাদের যুদ্ধের প্রথম ধাপের অংশ। তিনি বলেন, “শত্রুদের মোকাবিলা করতে আমাদের যোদ্ধারা সম্পূর্ণ প্রস্তুত। আমাদের হাতে পর্যাপ্ত অস্ত্র মজুদ আছে।” আফিফ আরও দাবি করেন, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের যোদ্ধারা দুইজন ইসরায়েলি সেনাকে হত্যা এবং ১৮ জনকে আহত করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে “নিকট-পরিসরের এনকাউন্টারে” লিপ্ত হয়েছে।