তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোগান ইসরাইলের গাজা ও লেবাননে চলমান হামলা বন্ধে জাতিসংঘের সাধারণ পরিষদকে ১৯৫০ সালের ‘ইউনাইটিং ফর পিস’ রেজুলেশন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আঙ্কারায় সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোগান বলেন, ইসরাইলকে থামাতে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে সাধারণ পরিষদের উচিত বল প্রয়োগের পরামর্শ দেওয়া।
‘ইউনাইটিং ফর পিস’ রেজুলেশনটি গৃহীত হয় ১৯৫০ সালে, যার মূল উদ্দেশ্য ছিল, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে মতভেদের কারণে যদি কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব না হয়, তবে সাধারণ পরিষদকে সেই দায়িত্ব নিতে হবে। এরদোগান বলেন, ইসরাইলের সাম্প্রতিক হামলার ক্ষেত্রে এই রেজুলেশন কার্যকর করা উচিত।
এরদোগান আরও বলেন, মুসলিম দেশগুলো ইসরাইলের বিরুদ্ধে কার্যকর অবস্থান নিতে ব্যর্থ হয়েছে, যা তাকে দুঃখিত করেছে। তিনি মুসলিম দেশগুলোর প্রতি অর্থনৈতিক, কূটনৈতিক এবং রাজনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানান, যাতে ইসরাইলকে যুদ্ধবিরতিতে বাধ্য করা যায়।