নিজস্ব প্রতিবেদক:
সরকার পতনের পর, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। রাজনৈতিক বিবেচনায় ডিলারশিপ পাওয়া অনেক ডিলার বর্তমানে আত্মগোপনে আছেন। বিভিন্ন স্থানে ডিলারদের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে তারা কার্যক্রম থেকে দূরে সরে গেছেন, যার ফলে দেশের অনেক অঞ্চলে সার, টিসিবির পণ্য এবং ওএমএস কার্যক্রম বন্ধ বা সীমিত হয়ে পড়েছে।
সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে ডিলারশিপগুলো পুনর্বিবেচনা করার এবং প্রয়োজনে বাতিলের। সচিবালয়ে এক বৈঠকে, বাণিজ্য সচিব দেশের সব বিভাগীয় কমিশনারকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে ডিলারদের অনুপস্থিতিতে কার্যক্রম চালিয়ে যেতে বিকল্প পদ্ধতি খুঁজে বের করতে বলা হয়েছে।
এদিকে বিভিন্ন সময়ে টিসিবির ডিলারদের বিরুদ্ধে পণ্য মজুত, কালোবাজারি এবং অনিয়মের অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত পণ্য কার্ডধারীদের না দিয়ে, নিজেদের পরিচিতজনদের মধ্যে বিতরণের অভিযোগও রয়েছে।
কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, “অনেক জায়গায় ডিলারশিপে সমস্যা দেখা দিয়েছে ডিলারদের অনুপস্থিতির কারণে। এজন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, “কিছু ডিলার পলাতক আছেন এবং কিছু অঞ্চলে কার্যক্রম বন্ধ রয়েছে, ফলে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন।”
সরকারের পক্ষ থেকে ডিলারশিপ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষের কষ্ট কমানো যায়।