পাকিস্তান সফরকে সামনে রেখে কাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে শুরু হবে বাংলাদেশ দলের শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ শুক্রবার ঢাকায় ফিরেছেন কোচ হাথুরুসিংহে, এবং রাতে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের ফেরার কথা। সহকারী কোচ নিক পোথাস আগামীকাল ফিরবেন, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ও ব্যাটিং কোচ ডেভিড হেম্প আগেই চট্টগ্রামে শেষ হওয়া প্রস্তুতি ক্যাম্পে অংশ নিয়েছেন।
আগামীকাল সকাল ছয়টায় মিরপুরের অনুশীলনের আগে জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। জাতীয় দলের ট্রেনার ন্যাথান কিলির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে হবে এই পরীক্ষা, যা ‘ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট’ নামে পরিচিত।
দুই সপ্তাহের প্রস্তুতি শেষে, সব ঠিক থাকলে বাংলাদেশ দল ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি, এবং ৩০ আগস্ট করাচিতে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।