হবিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে তিনকোনা পুকুরপাড় এলাকায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে স্থানীয় সংসদ সদস্যের বাড়ি ভাঙচুর এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। জুমার নামাজের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ থেকে শিক্ষার্থীরা বোর্ড মসজিদ এলাকায় অবস্থান নেন। সংঘর্ষের সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা টাউন হল এলাকায় উপস্থিত ছিলেন। একপর্যায়ে, মিছিল নিয়ে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাধে এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় আন্দোলনকারীরা। এছাড়া স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া হয় এবং একপর্যায়ে পুলিশ গুলি চালায়। তবে এখন পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক: নাজিম মিয়া
হাদী মিডিয়া, খিলক্ষেত, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত।
ই-মেইল: info@sokolerkantho.com