মুক্তির পর থেকে হলিউড সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। প্রথম তিন দিনে সিনেমাটি ২০৫ মিলিয়ন ডলার আয় করেছে, যা চলতি বছরের সর্বোচ্চ। আগামীকাল বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে মাল্টিপ্লেক্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ২৬ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া ‘ডেডপুল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি প্রথম দিনেই বিশ্বব্যাপী ৬ কোটি ৪৮ লাখ ডলার আয় করে। প্রথম সপ্তাহান্তে সিনেমাটি বিশ্বব্যাপী ৪৩৮ মিলিয়ন ডলার আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার কোটি টাকার বেশি।
এটি ইতিমধ্যে ১০০ মিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে এবং ২০২৪ সালের সবচেয়ে বেশি উদ্বোধনী আয় করা হলিউড চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে। পাশাপাশি এটি হলিউডের ষষ্ঠ বৃহত্তম উদ্বোধনী আয়ের রেকর্ডও গড়েছে। ভারতীয় বক্স অফিসেও প্রথম চার দিনে সিনেমাটি ৭২ কোটি রুপি আয় করেছে।
‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ ছবির পরিচালনা করেছেন শন লেভি এবং এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৪তম ও ‘ডেডপুল’ সিরিজের তৃতীয় চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস, হিউ জ্যাকম্যান, রেট রিজ, এমা করিন প্রমুখ।
ছবির অন্যতম আকর্ষণ রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যানের জুটি, যাদের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। সিনেমায় অতিথি চরিত্রগুলোও দর্শকদের চমকে দিয়েছে।