সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্ত অনুযায়ী ভারতে ইলিশ রফতানি হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যে পরিমাণ ইলিশ রফতানি হয়েছে, তা চাঁদপুর ঘাটের একদিনের ইলিশও না। যারা এর বিপক্ষে বলছেন, তারা মূলত আবেগতাড়িত।”
উপদেষ্টা আরও জানান, ইলিশ রফতানির মাধ্যমে বাংলাদেশকে বাণিজ্যিক সুবিধা পাওয়া যাচ্ছে এবং এতে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। রফতানি বন্ধ হলে চোরাচালানের আশঙ্কা থাকে উল্লেখ করে তিনি বলেন, “ভারতে ইলিশ রফতানি নিয়ে আমরা বাহবা পেয়েছি। এটি বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই। বরং এতে দেশের বৃহত্তর স্বার্থ নিহিত।”
সালেহউদ্দিন আহমেদ পেঁয়াজ আমদানির প্রসঙ্গ তুলে ধরে বলেন, “পেঁয়াজ আমদানিতে ভারতের শুল্ক কমানো একটি ইতিবাচক দিক। ইলিশ রফতানি এবং অন্যান্য বাণিজ্যিক সম্পর্কের ফলে আমরা পারস্পরিক সুবিধা পাচ্ছি। আবেগ দিয়ে এসব বিষয় বিচার করা ঠিক নয়।”
প্রসঙ্গত, আগামী অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, যা শনিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।