ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) হারুন অর রশীদ বলেছেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হয়েছে। তবে কেউ নির্দোষ প্রমাণিত হলে তাকে গ্রেপ্তার করা হবে না। বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে বদলির প্রেক্ষিতে বিদায়ী বক্তব্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হারুন অর রশীদ বলেন, আন্দোলনের ঘটনায় জড়িতদের মধ্যে যারা রাষ্ট্রীয় ও বেসরকারি ভবনে আগুন লাগিয়েছে, মেট্রো রেলে ভাঙচুর-অগ্নিকাণ্ড করেছে, কিংবা পুলিশ সদস্যকে হত্যা করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ডিবিতে থাকার সময় তিনি নির্ভুলভাবে নানা মামলার তদন্ত করেছেন এবং কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার করেননি।
তিনি আরো বলেন, তার নেতৃত্বে ডিবি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়েছে, এবং থানাগুলোতে মানুষের সেবা পাওয়ার জন্য একটি নির্ভরযোগ্য স্থান হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন।