বাংলাদেশ সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছে। বৃহস্পতিবার বিকেলে আইনানুগ প্রক্রিয়া শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারার অধীনে এই নির্বাহী আদেশে দলটি ও এর অঙ্গসংগঠনগুলিকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারায় বলা হয়েছে, সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার যুক্তিসংগত কারণে সরকার কোনো ব্যক্তি বা সত্তাকে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে তালিকাভুক্ত বা নিষিদ্ধ করতে পারে। আইন অনুযায়ী, ‘সত্তা’ বলতে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, গোষ্ঠী বা সংগঠনকে বোঝায়।
১৯৪১ সালে সাইয়েদ আবুল আলা মওদুদীর নেতৃত্বে প্রতিষ্ঠিত জামায়াত এ নিয়ে চারবার নিষিদ্ধ হলো। ১৯৫৯ ও ১৯৬৪ সালে তৎকালীন পাকিস্তানে এবং ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে দলটি নিষিদ্ধ হয়েছিল। পরবর্তীতে ১৯৭৯ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দলটি বাংলাদেশে আবারো রাজনীতির সুযোগ পায়, এবং তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির নামে আত্মপ্রকাশ করে।