গৃহকর্মী লিজা হত্যার মামলায় একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল হক বাবু এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এই আদেশ দেন। পুলিশ তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলেও বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার শুনানি চলাকালে মোজাম্মেল বাবু আদালতে তার বক্তব্য দিতে চাইলে আইনজীবীদের তোপের মুখে পড়েন। পরে তিনি ক্ষমা প্রার্থনা করে বলেন, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি ক্যানসারে আক্রান্ত।
গতকাল সোমবার ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় মোজাম্মেল হক বাবুকে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেন। এছাড়া একইদিনে রাজধানীর বনানী থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়।
লিজা হত্যার ঘটনায় ৫ সেপ্টেম্বর নিহতের বাবা মো. জয়নাল শিকদার বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৪ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বলা হয়, ১৮ জুলাই রমনা এলাকায় গুলি ও রাবার বুলেট নিক্ষেপে আহত হওয়া লিজা আক্তার ২২ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।