রাজধানীর শাহবাগ থানায় বিএনপি নেতা মির্জা আব্বাসের দায়ের করা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ এ মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিল। তবে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। এরপর ২৩ আগস্ট আদাবর থানায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
পরবর্তীতে, ২৭ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাশেদ খান মেননের বিরুদ্ধে আবারও ৬ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।