রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এনামুল হক এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাবেক এমপি এনামুল হককে আজ সোমবার রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদাউস সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় দায়ের করা একটি মামলায় এনামুল হককে আসামি করা হয়েছে।
অপরদিকে, ভারতে পালানোর চেষ্টাকালে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আটক করেন। বিজিবির ১০ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন জানান, আজ সোমবার কুমিল্লার বিবিরবাজার সীমান্ত থেকে তাকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় শাহাবুদ্দিনকে আটক করা হলে তিনি নিজেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বলে পরিচয় দেন। লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার জানান, ‘তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও আমাদের জানিয়েছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রকাশিত: সোকলের কন্ঠ