বাংলাদেশে রাষ্ট্র সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চান দেশের ৮১ শতাংশ মানুষ। অন্যদিকে, ১৩ শতাংশ মানুষ মনে করেন, দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা উচিত। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত ‘পালস সার্ভে ২০২৪’ থেকে এই তথ্য উঠে এসেছে।
জরিপটি ২২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হয়। গতকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিআইজিডির উদ্যোগে ‘অভ্যুত্থানের চল্লিশ দিন: মানুষ কী ভাবছে?’ শীর্ষক এক সভায় এই জরিপের ফলাফল উপস্থাপন করেন ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো মির্জা এম হাসান।
জরিপের ফলাফল অনুযায়ী, ৩৮ শতাংশ মানুষ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার তিন বছর বা তার বেশি সময় থাকা উচিত। ৯ শতাংশের মতে, অন্তর্বর্তীকালীন সরকার দুই বছর থাকা উচিত। অন্যদিকে, ৩৫ শতাংশ মানুষ এক বছর মেয়াদি অন্তর্বর্তী সরকার চায়।
প্যানেল আলোচনায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা, উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক আসিফ মোহাম্মদ শাহানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
জরিপে অংশগ্রহণকারী ৭১ শতাংশ মানুষ মনে করেন, রাজনৈতিকভাবে বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে, এবং ৬০ শতাংশ মানুষ মনে করেন অর্থনীতি সঠিক দিকে যাচ্ছে। তবে ৪০ শতাংশ মানুষ দেশের প্রধান সমস্যা হিসেবে অর্থনৈতিক সংকট (মুদ্রাস্ফীতি/ব্যবসায়িক অস্থিতিশীলতা) চিহ্নিত করেছেন। এছাড়া ১৫ শতাংশ মানুষ প্রধান সমস্যা হিসেবে বন্যা, ১৩ শতাংশ রাজনৈতিক অস্থিরতা, এবং ৭ শতাংশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে উল্লেখ করেছেন।