জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন দেশের গণঅভ্যুত্থানের পর চিত্রিত গ্রাফিতিগুলোর ডকুমেন্টেশন ও সংরক্ষণের দাবি জানিয়েছেন। শনিবার বিকাল ৪টায় জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মিসভায় তিনি এ দাবি তুলে ধরেন।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গ্রাফিতির মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা ও বিকশিত চেতনার প্রতিফলন ঘটেছে। এই গ্রাফিতিগুলো বৈষম্যবিরোধী সমাজ প্রতিষ্ঠার মূলনীতি প্রকাশ করেছে। তিনি উল্লেখ করেন, দেয়াল থেকে মুছে যাওয়ার পূর্বে এসব গ্রাফিতির ডিজিটাল ডকুমেন্টেশন করতে হবে এবং পুস্তক ও স্মারক গ্রন্থ আকারে সংরক্ষণ ও প্রকাশ করতে হবে। এছাড়াও, তিনি এই ঐতিহাসিক গ্রাফিতিগুলোকে জুলাই জাদুঘরে প্রদর্শনের আহ্বান জানান এবং জুলাই মাসে ‘জাতীয় গ্রাফিতি অঙ্কন’ সপ্তাহ পালনের উদ্যোগ নেওয়ার দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী এবং আরও বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতৃবৃন্দ।
এছাড়া, বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা এ সভায় জেএসডিতে যোগদান করেন।