দেড় দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের শাসনামলে দলীয় নেতাকর্মীদের বেপরোয়া আচরণে ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য মানুষ। শুধু বিরোধী নেতাকর্মীই নয়, নিপীড়নের শিকার হয়েছেন বিশিষ্টজন ও তারকারাও। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো জনপ্রিয় সংগীতশিল্পী শেখ ঊর্মী আরমান, যিনি ইভা রহমান নামে পরিচিত।
ইভা রহমান অভিযোগ করেছেন, আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতার যোগসাজশে ফকির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তারুজ্জামান তার গুলশানের দুটি ফ্ল্যাট দখল করেছেন। এই ফ্ল্যাটগুলোর মূল্য প্রায় ১৮ কোটি টাকা। ফ্ল্যাটগুলো এখনো দখলমুক্ত করতে পারেননি ইভা।
গত ২৯ আগস্ট গুলশান থানায় ফকির আক্তারুজ্জামানকে প্রধান আসামি করে ইভা মামলা দায়ের করেন। মামলায় নারায়ণগঞ্জের সাবেক দুই এমপি শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবুসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া ৫০-৬০ জন অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইভা রহমান বলেন, “ফকির আক্তারুজ্জামান স্বৈরাচারী সরকারের অর্থ পাচারকারী এবং জমিদস্যু। তিনি আমাকে ও আমার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ফ্ল্যাট দুটি দখল করে নিয়েছেন।” তিনি আরও জানান, শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবু বাড়ি ছাড়তে তাকে হুমকি দিয়েছেন।
ইভা রহমান বিচার চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।