: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকায় পাহাড় ধসে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ভারি বৃষ্টিপাতের ফলে দক্ষিণ ডিককুলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ ডিককুলের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী আখি মনি (৩৫) এবং তাদের দুই শিশু কন্যা মিহা জান্নাত নাঈমা (৭) ও লতিফা ইসলাম (৪)। স্বজনদের বর্ণনা অনুযায়ী, গভীর রাতে পাহাড় ধসের বিকট শব্দে তারা ঘুম থেকে জেগে ওঠেন এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন যে মিজানের পুরো পরিবার মাটিচাপা পড়েছে।
তাৎক্ষণিকভাবে মিজানুর রহমানকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তার স্ত্রী ও দুই কন্যাকে উদ্ধার করতে দমকল বাহিনীর সহযোগিতা নিতে হয়। পরে দীর্ঘ চেষ্টার পর মা ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে ছিল এবং বিকাল থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়, যার ফলে মাঝরাতে পাহাড় ধসে পড়ে।