আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষা ব্যবস্থায় ফেরানো হচ্ছে ২০১২ সালের সৃজনশীল কারিকুলাম। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাত শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই কারিকুলামের পাঠ্যবই দেওয়া হবে। তবে প্রাথমিকের তিনটি শ্রেণিতে চলতি শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রম অনুসরণ করা হবে। অভিভাবকদের দাবির মুখে নতুন কারিকুলাম বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বছরের বার্ষিক পরীক্ষাগুলোতে ৭০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ৩০ নম্বরের শিখনকালীন মূল্যায়ন থাকবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, ডিসেম্বরে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রশ্নকাঠামো ও সিলেবাস প্রকাশ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেরা প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেবে। পরীক্ষায় ৭০ নম্বরের প্রশ্নপত্র থাকবে, এবং ৩০ নম্বরের মূল্যায়ন হবে শিখনকালীন কাজের ভিত্তিতে।
এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক একেএম রিয়াজুল হাসান জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষে সৃজনশীল পদ্ধতির আলোকে মাধ্যমিক স্তরের পাঠ্যবই দেওয়া হবে। নবম শ্রেণিতে বিভাগ বিভাজন অনুযায়ী বই তৈরি করা হচ্ছে। তবে প্রথম থেকে তৃতীয় শ্রেণির পাঠ্যবইয়ে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসছে না।
পরীক্ষার কাঠামোতে নৈর্ব্যক্তিক প্রশ্ন ২৫ নম্বরের, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ২০ নম্বরের এবং রচনামূলক প্রশ্ন থাকবে ৫৫ নম্বরের। ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিখনকালীন কার্যক্রমের মাধ্যমে।
এদিকে, শিক্ষার্থীরা জানায়, সৃ