হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ছাত্রজনতার মিছিলে হামলা চালিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ আহত হন। বাহুবল উপজেলার ওলিউর রহমানসহ আহতদের পক্ষ থেকে চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক নাসির উদ্দিন মামলাটি দায়ের করেন।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় ব্যারিস্টার সুমনকে প্রধান হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।