ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৪: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশের দাখিল করা চার্জশিটে আত্মহত্যার কথা বলা হয়েছে। তবে তার কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফিকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে অভিযুক্ত করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা চার্জশিটে এই তথ্য জানানো হয়।
চার্জশিটে বলা হয়, হিমুর সঙ্গে রুফির ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হিমু আত্মহত্যা করেন। উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন গত ৯ সেপ্টেম্বর চার্জশিট জমা দেন, যা ১১ সেপ্টেম্বর আদালতে প্রকাশ করা হয়।
চার্জশিটে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ২ নভেম্বর রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরে নিজ বাসার বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হিমু। রুফির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং মনোমালিন্যের কারণে হিমু তার মোবাইল নম্বর ও বিগো আইডি ব্লক করে দেন। এরপর তাদের মধ্যে বাকবিতণ্ডা ও সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে রুফি তাকে আত্মহত্যার প্ররোচনা দেন, যার ফলস্বরূপ হিমু তার জীবন শেষ করে দেন।
মামলার বাদী, হিমুর মামা নাহিদ আক্তার, ঘটনার পরদিন ২ নভেম্বর রুফির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।
হুমায়রা হিমু ২০০৬ সালে মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন এবং দুই দশকের ক্যারিয়ারে ছোটপর্দায় অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন।