লোহাগাড়ায় দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় হাসনাত আবদুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আজ লোহাগাড়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় পুলিশ এবং জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন। সভায় তিনি বলেন, ‘এখনকার পুলিশ যেন বেনজীর বা হারুনের পুলিশ না হয়ে জনগণের পুলিশ হয়। জনগণের হৃদয়ে জায়গা করে নিতে পারলে তাদের পরিণতি আগের মতো হবে না।’
লোহাগাড়া থানার পাশে একটি রেস্তোরাঁ চত্বরে বিকেল চারটার দিকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত সভায় ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সাথেও সাক্ষাৎ করেন হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে অতীতের রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন এবং বলেন, ‘ক্ষমতাসীন দলগুলো সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে কর্মকর্তাদের দলীয় দাসে পরিণত করেছে, যার ফলে প্রতিষ্ঠানগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এখন এসব প্রতিষ্ঠানের সংস্কার চলছে।’
ছাত্র ও নাগরিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘কোনো প্রতিষ্ঠান থেকে সেবা নিতে গিয়ে এক টাকাও ঘুষ দেবেন না। আমরা আর কোনো প্রতিষ্ঠানকে দলীয় দাসে পরিণত হতে দেব না। যদি তা করতে না পারি, তবে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের গণআন্দোলনের মতো ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনও ব্যর্থ হবে।’
তিনি আরও যোগ করেন, জনগণের দীর্ঘমেয়াদি স্বাধীনতা এবং শোষণমুক্ত সমাজ গড়ে তোলার জন্য ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনকে অবশ্যই সফল করতে হবে।