মণিপুরে ক্রমবর্ধমান সহিংসতা ও বিক্ষোভের কারণে রাজ্যের সরকার ৯ ও ১০ সেপ্টেম্বর সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানী ইম্ফলে রাজভবনের সামনে জড়ো হয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে বিভিন্ন সরকারি ভবনে হামলার ঘটনা ঘটে, এমনকি জেলা প্রশাসকের ভবনে ‘সেভেন সিস্টার্স’ পতাকাও ওড়ানো হয়। এই পরিস্থিতিতে পুরো রাজ্যজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সরকার রাজ্যে কারফিউ জারি করেছে এবং ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে।
এপি এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘরোয়া তৈরি ডিভাইস থেকে ড্রোন ও রকেট হামলার কারণে গত ১০ দিনে অন্তত নয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই সহিংসতার পরিপ্রেক্ষিতে ছাত্ররা প্রতিবাদে ফুঁসে ওঠে এবং তারা শান্তি পুনরুদ্ধারের দাবিতে মিছিল করার চেষ্টা করে। সোমবার মণিপুরের গভর্নরের বাড়ির সামনে অবস্থান নেয়ার পর, আজ আবার মিছিল করার সময় পুলিশ শতশত ছাত্রের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
রাজ্যের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আই কে মুইভা জানিয়েছেন, পুলিশ ছাত্রদের শান্তিপূর্ণ মিছিল এবং আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি, সাম্প্রতিক ড্রোন হামলার বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।