গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে স্টারলিং কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা দুপুরের বিরতিতে খাবারের জন্য মহাসড়ক পারাপারের সময় বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন দেয় এবং মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রচেষ্টা চলছে এবং দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে।