চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় শ্রমিকরা গাড়ি বন্ধ রেখে বিক্ষোভ করছেন।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত চাঁদাবাজির প্রতিবাদ করায় পরিবহন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুসা অবৈধ শ্রমিকদের লেলিয়ে প্রকৃত শ্রমিকদের ওপর হামলা চালিয়েছেন। তাদের এক সিনিয়র ড্রাইভারকে মারধর করা হয়। এর প্রতিবাদে শ্রমিকরা মাঠে নেমেছেন।
শ্রমিকদের দাবি, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একটি লোকাল বাস চালাতে ১,৬৮০ টাকা চাঁদা দিতে হয়। তারা বিভিন্ন সংগঠনের নামে বেপরোয়া চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানালে তাদের ওপর হামলা হয়। শ্রমিকরা চাঁদাবাজি বন্ধ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক সমন্বয়ক জানান, মুসা বিগত ১৭ বছর ধরে অবৈধভাবে ক্ষমতায় থেকে চাঁদাবাজি করছেন। তার নির্যাতনের কারণে এ পেশা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন প্রায় ৮ হাজার শ্রমিক।
অন্যদিকে, সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। অফিসগামী যাত্রীদের মধ্যে ভোগান্তি সবচেয়ে বেশি। রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রী বাধ্য হয়ে অপেক্ষা করতে থাকেন। বিক্ষোভকারীরা ছোট গাড়ি চালাতেও বাধা দিচ্ছেন বলে জানিয়েছেন কয়েকজন যাত্রী।