রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে, ওইদিন রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরীর বিনোদপুর বাজার এলাকায় একদল ছাত্রের হাতে মারধরের শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে শিক্ষার্থীরা তাকে ঘিরে ফেলে এবং গণপিটুনি দেয়। এরপর তাকে প্রথমে মতিহার এবং পরে বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আব্দুল্লাহ আল মাসুদ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে বিনোদপুরে বসবাস করতেন।
বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারধরের পর শিক্ষার্থীরা মাসুদকে থানায় নিয়ে আসেন এবং তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, ২০১৪ সালে দুর্বৃত্তদের হামলায় তার একটি পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি লাভ করেন।