সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী সোহানা সাবাকে নিয়ে সম্প্রতি ব্যাপক তোলপাড় চলছে। গণমাধ্যমে ‘সোহানা সাবার দেহ ব্যবসার চাঞ্চল্যকর তথ্য ফাঁস’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়, যা নিয়ে অভিনেত্রী চরম ক্ষোভ প্রকাশ করেছেন। সোহানা দাবি করেছেন, এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে, যার উদ্দেশ্য তার সুনাম ক্ষুণ্ন করা।
ইনস্টাগ্রামে প্রকাশিত একটি পোস্টে সোহানা সাবা জানান, “দেশের একটি গণমাধ্যম ৬ সেপ্টেম্বর ইউটিউব ও অনলাইন প্ল্যাটফর্মে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্যভিত্তিক সংবাদ প্রচার করেছে। এটি সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও আমার সম্মানহানির জন্য করা হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “২০ বছর ধরে আমি মিডিয়ায় কাজ করছি এবং সচেতনভাবে কোনো বিতর্ক বা গুজবে যুক্ত হতে চাই না। এ বছরের শুরুর দিকে একটি প্রতারণামূলক দল আমার নামে মানুষের কাছ থেকে টাকা তুলছিল। আমি তখনই থানায় জিডি করি, যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ আর করতে না পারে। সেই সূত্রে এক সাংবাদিক আমার সাথে কথা বলে এবং আমার অনুমতি ছাড়া সেই কথোপকথন রেকর্ড করে। এটি সম্পূর্ণ বেআইনি।”
সোহানা সাবা স্পষ্ট ভাষায় বলেন, “একজন নারী হিসেবে আমি আমার সম্মান রক্ষার্থে যা করেছি, সেটিই এখন আমার বিরুদ্ধে বিকৃত শিরোনামে ব্যবহার করে আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমি পরিষ্কারভাবে জানাতে চাই, আগামী দুই ঘণ্টার মধ্যে এইসব মিথ্যা সংবাদ ডিলিট করা না হলে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।”
এদিকে, সোহানা সাবা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, যেখানে তাকে এবং অন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।